সাহিত্যপত্রিকা 'সৃজনধারা'র মোড়ক উন্মোচন
আপডেট: ১১ নবেম্বর ২০২২ - ২১:০৪ | প্রকাশিত: ১১ নবেম্বর ২০২২ - ২১:০২

সংগ্রাম অনলাইন ডেস্ক: গত ১১নভেম্বর বাংলাদেশ কালচারাল একাডেমি প্রকাশিত সৃজনশীল প্রকাশনা সাহিত্যপিত্রকা 'সৃজনধারা'র মোড়ক উন্মোচন করেন একাডেমির চেয়ারম্যান বাচিকশিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ। তার সাথে ছিলেন সিনিয়র সহ-সভাপতি সবুজ চৌধুরী, সহ-সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহিম বাহারী ও অন্যান্য নেতৃবৃন্দ।