শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

বার বার ইউরিন ইনফেকশন হচ্ছে কেন ? যা মেনে চলা জরুরি

 আজকাল  অনেকে বারবার ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন। মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি।  পুরুষরাও কিন্তু বাদ থাকে না। রক্তে সুগারের মাত্রা বেশি থাকলে সেখান থেকে ইউরিন ইনফেকশনের শংকা থেকে যায়। আর এই সমস্যা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাজের প্রয়োজনে মহিলাদের বাইরে বাথরুম ব্যবহার করতে হয়। যেহেতু তাদের যোনিদ্বারের গঠন উন্মুক্ত তাই তাদের বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। ইউরিন ইনফেকশন তাই মহিলাদের বেশি হয়। পিরিয়ডসের সমস্যা, নিয়মিত ভাবে হরমোনের ওষুধ খেলে সেখান থেকেও একাধিক সমস্যা হয়। তবে ইউরিন ইনফেকশন বারবার হওয়াটা মোটেই ভাল কথা নয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মূল কারণ হল ই কোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া অন্ত্রেই থাকে। ইউরিনারি ট্যাক্ট দিয়ে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলেই সমস্যা বেশি হয়। এছাড়াও মহিলাদের মূত্রদ্বারের কাছেই থাকে মলদ্বার। এই কারণেও কিন্তু ইনফেকশনের সমস্যা অনেক বেশি হয়। আর তাই সব মানুষকে এব্যাপারে সচেতন থাকতে হবে। অনেক সময় অসাবধান যৌন অভ্যাস থেকেও হতে পারে ইউরিন ইনফেকশন। যে কারণে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। বার বার প্রস্রাব ধরলে, প্রস্রাবে যাওয়ার পরও যদি তা ক্লিয়ার না হয়, তলপেটে ব্যথা করে জ্বর আসে, ইউরিনের সঙ্গে রক্তপাত হয় তাহলে কিন্তু সাবধান হতে হবে। রোজ নিয়ম করে কয়েক লিটার পানি খেতে হবে। বাথরুম যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে। যাবতীয় রোগের উৎস হল এই ইনফেকশন। স্নান করার সময় গোপনাঙ্গ পরিষ্কার করুন। অন্তর্বাস অবশ্যই পরিষ্কার করে সাবান দিয়ে কেচে রাখবেন। পাবলিক টয়লেট ব্যবহার সতর্কতার সাথে করবেন।  তথ্য সূত্র : ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ