এ বছর যশোর বোর্ডে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে ২৭ হাজার
রহিদুল খান, চৌগাছা (যশোর) : আগামী ৬ নবেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। গতবারের তুলনায় এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী কমেছে ২৭ হাজার ৪৫৪ জন। গত বছর পাসের হার বেশি থাকায় এ বছর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম। যার কারণে পরীক্ষার্থী কমেছে বলে জানান, যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর (২০২১ সাল) যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৮ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার ২৭ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী কমেছে। ইতিমধ্যে বোর্ড থেকে অনলাইনে প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড পেয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ২০২২ সালে তিনটি বিষয়ের উপর পরীক্ষা হয়। তাতে বেশির ভাগ পরীক্ষার্থী পাস করে। পাসের হার ছিলো ৯৮ শতাংশ। যার জন্য এ বছর পরীক্ষার্থী কমেছে। কারণ, গত বছর পাসের হার কম থাকলে এবার অনিয়মিত পরীক্ষার্থী বেশি থাকতো। এছাড়া করোনার কারণে অনেকে হয়তো অনত্র স্থানান্তর হয়ে থাকতে পারে, কিংবা লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য কোনো কর্মে নিয়োজিত হয়ে পড়েছে। এসব বিভিন্ন কারণে পরীক্ষার্থী কমতে পারে।