কবিতা
প্রকাশিত: শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট সংস্করণ

হালাল
আল মাহমুদ
চিলের ডাকে ঝিলের পাড়ে
রোদের ছিটা ঝিলিক মারে,
এর মাঝে এক দোয়েল পাখি
লেজ উঁচিয়ে উঠলো ডাকি।
খিদেয় কাতর কাঁপছে ডানা
পোকামাকড় নেই ঠিকানা,
হাওয়ার ঢেউয়ে সাঁতার কেটে
একটা ফড়িং ধরলো এঁটে।
চঞ্চু দুটি শক্ত ভারি
দোয়েল কিরে অত্যাচারী?
না ভাই জেনো, যার যা আহার
আল্লাহ বলেন, সে সব তাহার।