শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

অভিযাত্রিকের ২২৫৪ তম সাহিত্য আসর 

গত ২৩ সেপ্টেম্বর বিকেলে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কবি রায়হান আহমেদ রিমনের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, মাসুদ বশীর, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, মাহমুদ এলাহী মন্ডল, ফকরুল ইসলাম, নাজমুল ইসলাম, জয়িতা নাসরিন নাজ, ইরশাদ জামিল, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, মাসুম মোর্শেদ, মুরাদুজ্জামান হাবিব, এম জে নূর হোসেন, গোলাম রাব্বানী, নাহিদা ইয়াসমিন, সাকিল মাসুদ, রবিউল ইসলাম, রাশেদুজ্জামান, ধ্রুবক রাজ, জরিফা সুলতানা, মনিরা সিরাজ সাথী, আহসান হাবিব মানিক, সামু তাসমিন, দিবস রায়, মিষ্টি জান্নাত, মাহফুজা মিনি, তম বিভাবরী, ময়নুল ইসলাম, নূর হোসেন, শরীফ সুমন প্রমুখ।  

পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম। 

সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ফারহান শাহীল লিয়ন।

অনলাইন আপডেট

আর্কাইভ