রবিবার ০২ এপ্রিল ২০২৩
Online Edition

গাবতলীতে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

গাবতলী (বগুড়া) সংবাদদাতা: চলতি মৌসুমে বগুড়ার গাবতলীতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সঠিক সময়ে বীজ রোপণ, সার, কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করার ফলে উপজেলার প্রতিটি ইউনিয়নে রোপা আমন ধান গাছ খুব পরিপুষ্ট ও সুন্দরভাবে বেড়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের দেয়া প্রাপ্ততথ্য মোতাবেক এবার উপজেলায় ১৭ হাজার ৩শ’ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত না হওয়ায় উঁচু-নিচু সব জমিতেই রোপা আমন চাষ করা হয়েছে ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন চাষ হচ্ছে। কাগইল ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, আমরা উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সকল কৃষকদের সাথে কৃষি সংক্রান্ত সকল প্রকার পরামর্শ আমরা প্রদান করছি।

অনলাইন আপডেট

আর্কাইভ