বাসের ধাক্কায় শিশু নিহত আহত ৮
রংপুর অফিস : রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতি ব্রিজের নিকট একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিক্সার সংঘর্ষে বাসের ধাক্কায় অটোযাত্রী শিশু নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েয়ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, গত বুধবার সকাল ১১ টার দিকে তারাগঞ্জ উপজেলার ইকরচালী থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সা উপজেলা হেলথ কমপ্লেক্সে যাওয়ার সময় বরাতি ব্রিজের নিকট শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সুরাইয়া আক্তার (১২) নামে একজন অটোযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় আহত যাত্রীদের তারাগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুরাইয়া আক্তার ইকরচালী এলাকার কৃষক ভুট্রু মিয়ার পুত্র। আহতরা হচ্ছে ইকরচালী এলাকার মামুন (২৫), রবিউল (২৫), জিন্নাত (৫), খাদিজা খাতুন (৩০) সহ অজ্ঞাত নামা ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।