শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিসহ প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এবং লাগেজপণ্য ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্প্রতি জেলার বোদা উপজেলার বোদা বাজারে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এসময় তিনি সময় সংবাদকে জানান, নিয়মিত অভিযানের ভিত্তিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। বোদা উপজেলার বোদা বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও মূল্যতালিকা না রাখার অভিযোগে ফাল্গুনী মিস্টান্ন ভান্ডার ৩ হাজার টাকা ও পায়েল মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা এবং মীম ও অপু কসমেটিকসকে লাগেজপণ্য ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ হাজার টাকাসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ