শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

নাজিরপুরে বিএনপি’র ৯ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

নাজিরপুরে (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা যুবদলের সভাপতি মো. শাফিকুল ইসলাম শফিকসহ বিএনপি’র ৯  নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার (২৫ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ওই নির্দেশ প্রদান করেন। তবে একই দিন অন্য একটি মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপনের জামিন প্রদান করেন। আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম আকন জানান, আ’লীগের দায়ের করা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৯ নেতাকর্মী ও গ্রেফতারকৃত উপজেলা যুবদলের সভাপতিসহ ১০ জন জামিন চাইলে বিচারক একজনকে জামিন প্রদান করে বাকী ৯ জনকে জেল-হাজতে প্রেরণ করেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ