নেত্রকোনায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
দিলওয়ার খান, নেত্রকোনা : এ জেলার উৎপাদিত ধান দেশের অন্য জেলার চাহিদা পূরণ করে আসছে। চলতি আমন মৌসুমে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। চলতি মওসুমে ১,৩২ ,৫৮০ হেক্টর জমি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। তবে হাইব্রিড জাতের আবাদ বৃদ্ধি পেয়েছে। এ মওসুমে ৮,৬৮৫ হেক্টর জমি হাইব্রিড আবাদ হয়েছে গত বছরের চেয়ে এ বছর বেশি আমন হয়েছে বলে জানান কৃষিসম্প্রসারণ অধিদপ্তর।
চলতি মৌসুমে কড়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক জায়গায় সেচ এর মাধমে চাষ করতে হয়েছে। নেত্রকোনা জেলার ভৌগলিক কারণে উঁচু, সমতল, নিচু জায়গার ফলে অক্টোবর এর প্রথম সপ্তাহ পযন্ত রোপণ কাজ চলবে। রোপনের ২০/২৫ দিনের মধ্য ইউরিয়া সার প্রয়োগ করে কৃষক। সেপ্টেম্বর মাসে সারের চাহিদাটা একটু বেশি থাকায় ও ২ অক্টোবর সরকার সারের মূল্য বৃদ্ধি করার কারণে প্রতি বস্তা ৫০ কেজি সার ১১ শত টাকায় কৃষক ক্রয় করতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রত্যেক এলাকায় কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ নিয়মিত সার ডিলারদের তদারকি করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমন আবাদ শেষ পর্যায়ে সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি ইউরিয়া সারের চাহিদা বেশি থাকে। সেপ্টেম্বর মাসে চাহিদার ছিল ৩,৮২১ মেট্রিক টন। চলতি মাসে অতিরিক্ত বরাদ্দ হিসেবে ২০০০ মেট্রিক টন সার নেত্রকোনা বরাদ্দ বেশি পেয়েছে। এতে করে নেত্রকোনা সার সংকটের সম্ভাবনা নেই।
মূল্যবৃদ্ধির কারণে কৃত্রিম সংকট যাতে না হয় সেজন্য জেলা প্রশাসক এর পক্ষ থেকে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মনিটরিং কাজ পরিচালনাকরছেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং নিয়মিত মনিটরিং করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।