বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার ॥ আটক ৪
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ মোঃ সাগর মিয়া- (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্যবাহী একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।
সম্প্রতি কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর মিয়া জেলার কসবা উপজেলার কালামুড়িয়া গ্রামের মৃত রানু মিয়ার ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সাগর মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জ
ভ্রাম্যমাণ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সবুজ মন্ডল (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আটক সবুজ মন্ডল পাবনা জেলার ফরিদপুর গ্রামের মো. মিন্টু মন্ডলের ছেলে।
শ্যামনগর
শ্যামনগর (সাতক্ষীরা) শ্যামনগর উপজেলার আটুলিয়াতে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিড়ালক্ষ্মী আশ্রয়ণ প্রকল্প এলাকা হতে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুলিশের উপ-পরিদর্শক সনি সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল বাসার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
কসবা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের গোলাপ খাঁর ছেলে মো. রাব্বী খাঁ (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে ৫০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি বস্তায় রাখা ৫০ কেজি গাঁজাসহ রাব্বিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আটককৃত রাব্বি কসবার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে।