মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

ফ্লোরিডার দক্ষিণাঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন ৪ হাজার ফ্লাইট বাতিল

২৯ সেপ্টেম্বর, বিবিসি, রয়টার্স : ঘূর্ণিঝড় ইয়ানের কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবারের সব ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লোরিডার বেশ কয়েকটি হাসপাতাল ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত। দক্ষিণাঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। 

জ্যাকসনভিলে বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটে বলছে, টার্মিনাল বন্ধ থাকবে। যাত্রীদের আবার বুকিংয়ের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফ্লাইট ওয়্যার ওয়েবসাইট বলছে, গতকাল বুধবারই যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার ১ হাজার ৯৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর গতকাল ও আজ দুই দিনে মোট ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের গতিবিধি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা একটি অভিযান বিলম্বিত করেছে। এদিকে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কর্মকর্তারা বলছেন, আরও দীর্ঘসময় এই এলাকা অন্ধকারে থাকতে পারে। এই অঙ্গরাজ্যের বিভিন্ন হাসপাতাল বন্যায় প্লাবিত হয়েছে। ফ্লোরিডার পোর্ট শার্লট এলাকার একটি হাসপাতালের ছাদে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। ওই হাসপাতালের নিচতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালের অন্য অংশে স্থানান্তর করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্যাকবলিত এলাকায় সাত হাজার উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ। তাঁদের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল অ্যান্ড কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানা শীর্ষ পাঁচটি শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান একটি।

অনলাইন আপডেট

আর্কাইভ