মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

সৌদি আরবে ধীর ও মসৃণ গতিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া

২৯ সেপ্টেম্বর, এসপিএ, আল জাজিরা : ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে তিনি সৌদি আরবের অর্থনীতি, প্রতিরক্ষা, তেল এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালন করেন। তার ওপর মঙ্গলবার এক ডিক্রিবলে তার পিতা বাদশা সালমান তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। ফলে ক্রাউন প্রিন্স খেতাবের চেয়ে এখন বড় করে দেখা উচিত তার এই পদকে। আগে এই পদে দায়িত্বে ছিলেন বাদশা সালমান নিজে। কিন্তু এখন তার বয়স ৮৬ বছর। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মঙ্গলবার সেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্রাউন প্রিন্সকে নিয়োগ দিয়েছেন। আল জাজিরা লিখেছে- একে দেখা হচ্ছে ধীরে, তবে মসৃণগতিতে সৌদি আরবে ক্ষমতা হস্তান্তর হিসেবে। কি কারণে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে ডিক্রিতে তা উল্লেখ করা হয়নি।

এখনও রাষ্ট্রের প্রধান বাদশা সালমান। তিনিই মন্ত্রীপরিষদের মিটিংয়ে অব্যাহতভাবে উপস্থিত থাকবেন। সহ মধ্যপ্রাচ্যের অনেক মিডিয়া এ ঘটনাকে ফলাও করে প্রকাশ করেছে। 

বিশ্বে সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ক্ষমতার মূলে এরই মধ্যে উঠে এসেছেন প্রিন্স মোহাম্মদ। আনুষ্ঠানিকভাবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করায় সরকারে তার ভূমিকা বৃদ্ধি পেলো। এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার স্থানে নতুন করে বসানো হয়েছে তার ছোটভাই খালিদ বিন সালমানকে। তিনি এর আগে ছিলেন উপ-প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার রাজকীয় ডিক্রিতে মন্ত্রীপরিষদে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদকে। অর্থমন্ত্রী বানানো হয়েছে মোহাম্মদ আল জাদানকে। বিনিয়োগ মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খালিদ আল ফালিহ’কে। 

২০১৬ সালের এপ্রিলে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০ উপস্থাপন করেন। এতে সৌদি আরবের ভবিষ্যত তুলে ধরা হয়। তাতে সৌদি আরবকে আরব এবং ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র, বিনিয়োগের পাওয়ারহাউজ এবং এমন একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে- যা তিনটি মহাদেশকে সংযুক্ত করবে। এই উদ্যোগের দৃষ্টিভঙ্গি হলো অর্থনীতিকে উন্মুক্ত করে দেয়া এবং বেসরকারি খাতে ছেড়ে দেয়া। একই সঙ্গে এর লক্ষ্য হলো তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা। ২০৩০ সালের মধ্যে এই উদ্যোগে একটি ই-গভর্নমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ