শেষ ওভারে নাটকীয় জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে পাকিস্তানি পেসার আমির জামালের মুখোমুখি ইংলিশ অধিনায়ক মঈন আলী। ৬ বলে ১৫ রান প্রয়োজন ইংল্যান্ডের, হাতে আছে তিন উইকেট। প্রথম দুই বল ডট দিয়ে খেলা নিয়ন্ত্রণে নিয়ে আসেন জামাল। এরপর ওয়াইড থেকে আসে এক রান। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে জয়ের আভাস দেন মঈন। তবে চতুর্থ বল ফের ডট দেন জামাল, পঞ্চম বলে সিঙ্গেল নেন মঈন। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে থাকা উইলি ছক্কা হাঁকালে সুপার ওভারে গড়াতো ম্যাচ। তবে আমির জামাল সেই সুযোগ দেননি তাকে। ষষ্ঠ বল ডট দিয়ে পাকিস্তানকে ম্যাচ জেতান এই ডান হাতি পেসার। শেষ ওভারের নাটকীয়তায় ৭ রানের জয়ে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। বুধবার লাহোরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৩৯ রান করতে সমর্থ্য হয় ইংল্যান্ড। টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস।
৩১ রানের মধ্যে আরো দুই উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট ৩ এবং বেন ডাকেট ১০ রানে ক্রিজ ছাড়েন। হ্যারি ব্রুক ৯ বলে ৪ রান করে শাদাব খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন । প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে শুধু ডেভিড মালান ৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৩৬ রান করেন । দলীয় সর্বোচ্চ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। ৩৭ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক।
এছাড়া স্যাম কারান ১৭ এবং ক্রিস ওকস ১০ রান করেন।পাকিস্তানের হারিস রউফ ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পান মোহাম্মদ নওয়াজ, ওয়াসিম, শাদাব খান, ইফতেখার আহমেদ ও আমির জামাল। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানও ভালো শুরু করতে পারেনি।
দলীয় ১৭ রানে প্রথম উইকেট হিসেবে আউট হন বাবর আজম। ১২ বলে ৯ রান করেন পাকিস্তান অধিনায়ক। দলীয় রানের দুই তৃতীয়াংশই এসেছে ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ৪৬ বলে ২ চার ও ৩ ছক্কার মারে ৬৩ রান করেন পাক ওপেনার। ইফতেখার আহমেদ ১৫ এবং আমির জামাল ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ইংলিশ পেসার মার্ক উড।