মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

নাফিস ইকবালকে সরিয়ে বিশ্বকাপে দায়িত্ব দেয়া হয়েছে রাবিদ ইমামকে

স্পোর্টস রিপোর্টার: জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের বিরুদ্ধে খেলোয়াড়রা অভিযোগ করায় তাকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে ম্যানেজারের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নাফিস ইকবাল। নাফিস বলেছেন, ‘এখন হয়তো কোনোও ইস্যু এসেছে, এজন্য আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। তবে আমি কোনও প্রশ্ন তুলিনি। জানতে চেয়েছিলাম, কোনও অভিযোগ আছে কিনা। আমাকে জানানো হয়েছে, কোনও অভিযোগ নেই। এজন্য আমি পুরোপুরি সন্তুষ্ট, বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো হবে। টিম ম্যানেজার হিসেবে আমি শতভাগ মর্যাদা ও সততার সঙ্গে কাজ করেছি। আমার সঙ্গে সব খেলোয়াড়ের ভালো সম্পর্ক। খবরের কাগজ খুব একটা দেখা হয় না। কিন্তু সকালে কয়েকজনের পাঠানো খবর পড়ে আমি নিজে বিস্মিত হয়েছি। খেলোয়াড়দের অভিযোগ ছিল, কে যেন বলেছে আমি খেলোয়াড়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এগুলো স্রেফ ভিত্তিহীন। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি, জাতীয় দল ও বাইরে থাকা কোনও ক্রিকেটারের সঙ্গে আমার কোনও ইস্যু নেই। এদের সবার সঙ্গে আমি ক্রিকেটও খেলেছি। তাদেরকে আমি যে সম্মান করি, তারাও আমাকে সেই সম্মান ফিরিয়ে দেয়।’ তবে আনুষ্ঠানিকভাবে বিসিবির কেউই কিছু বলেনি। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কেবল জানিয়েছেন, ‘নাফিস বিশ্বকাপে ম্যানেজার হিসেবে থাকছে না।’ জাতীয় দল নিউজিল্যান্ড যাওয়ার আগের দিন জানা গেছে নাফিস ইকবাল আর জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নন। নাফিস ইকবালকে টিম অপারেশন্স ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে পাঠানো হবে না। তবে এটা কেউ আনুষ্ঠানিকভাবে জানাতে অপারগতা প্রকাশ করেছেন। হঠাৎ কি কারণে নাফিস ইকবালকে সরিয়ে দেওয়া হলো? তা নিয়েও আছে নানা গুঞ্জন। একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতেই অপসারণ করা হয়েছে জাতীয় দলের সাবেক ওপেনারকে। তবে বোর্ডের কোনো শীর্ষ কর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। বেশিরভাগ কর্তাই বিষয়টি এড়িয়ে গেছেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ