ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ত্রিকেট দল। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয় করে দেশে ফেরার পর আবার ক্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে টাইগাররা। আজ রাত সাড়ে ১১টায় ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নিউজিল্যান্ড যাত্রা করবেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে সরাসরি নিউজিল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে টিম অপারেশন্স ম্যানেজার পদে এসেছে পরিবর্তন। নাফিস ইকবালের বদলে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম অপারেশন্স ম্যানেজারের যৌথ দায়িত্ব সামলাবেন রাবিদ ইমাম। এছাড়া জাতীয় দল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় আসর খেলতে যাচ্ছে কোন নির্বাচক ছাড়াই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস আজ জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথঅর থাকলেও তারা দু’জন নিউজিল্যান্ড যাচ্ছেন না। তবে তাদের ১৪ অক্টোবর যাওয়ার কথা রয়েছে। দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না কোনো নির্বাচক। এখন পাকিস্তান ও স্বাগাতিক নিউজিল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডে তিনজাতি আসরেও থাকবেন না নির্বাচকদের কেউ। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে পাকিস্তান আর নিউজিল্যান্ডের সঙ্গে দুটি করে ৪টি ম্যাচ খেলবে। টেকনিক্যাল অ্যাডভাইজার, টিম ডিরেক্টরের সঙ্গে প্রধান নির্বাচক বা অন্তত একজন নির্বাচক থাকলে দল সাজানোর কাজটি আরও ভাল হতো। একটা ইউনিট হিসেবে তারা করণীয় স্থির করতে পারতেন। নির্বাচক না থাকায় টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীরামের একার মতই প্রাধান্য পাবে বা পাচ্ছে। এ ভারতীয় নিজের মত করেই হয়তো লক্ষ্য ও পরিকল্পনা আঁটার পাশাপাশি কম্বিনেশন ঠিক করবেন। অবশ্য মিনহাজুল আবেদিন নান্নুর অভিজ্ঞতা কাজে দিত। কিন্তু নিউজিল্যান্ডে থাকছেন না কোন নির্বাচক। ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড যাত্রা করা টিম বাংলাদেশের প্রথম গন্তব্য ক্রাইস্টচার্চ। ৭ অক্টোবর সেখানেই পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ সাকিব বাহিনীর। দ্বিতীয় খেলা ৯ অক্টোবর নিউজিল্যান্ডের সাথে। ফিরতি পর্বে পরপর দু’দিন খেলতে হবে টাইগারদের। প্রথমে ১২ অক্টোবর স্বাগতিক কিউইদের বিপক্ষে। পরদিন পাকিস্তানের সাথে। পরের ম্যাচ দুটিও ক্রাইস্টচার্চে।