আল্লামা ইউসুফ আল কারজাভির ইন্তিকালে আদর্শ শিক্ষক ফেডারেশনের শোক প্রকাশ
মিশরের বিশ্বখ্যাত আলেম ইসলামিক স্কলার শায়খ আল্লামা ড: ইউসুফ আল কারজাভির ইন্তিকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড.এম কোরবান আলী এবং জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, শায়খ ইউসুফ আল কারজাভি মিসরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী গবেষক আলেম।
নেতৃদ্বয় আরো বলেন, সমসাময়িক বিশ্বে ইসলাম ও মুসলমানদের দিকনির্দেশনামূলক মতামত প্রদানের জন্য কারজাভি ছিলেন বিশ্বব্যাপী সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। তাঁর ইন্তিকালে মুসলিম উম্মাহ ইজতিহাদে ভারসাম্যপূর্ণ মতামত এবং অর্থনৈতিক, রাজনৈতিক-সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আন্তর্জাতিক একজন ইসলামী চিন্তাবিদকে হারাল। নেতৃদ্বয় বলেন, তাঁর জীবনের সকল ভাল আমলগুলো যেন আল্লাহ তায়ালা কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে এ শোকে ধৈর্য্যধারণ করার তাওফিক দান করেন। আমীন