মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকায় সিটি টিভি ক্যামেরা উদ্বোধন

 গত সোমবার সকাল ১০টায় ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির আবাসিক এলাকায় নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি আবদুল আউয়াল ঠাকুরের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সদস্যসহ নিরাপত্তা কমিটির আহ্বায়ক রবীন সিদ্দিকী ও এলাকার মুরুব্বিগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মসজিদুল ফারুকের খতিব মুফতি মিজানুর রহমান, ইমাম মাওলানা ওসমান গনি এলাকার সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের হাতে হাত রেখে সভাপতি আবদুল আউয়াল ঠাকুর ও সম্পাদক মো. শাহজাহান মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, এ এফ এম হাবীবুর রহমান (হারুন হাবী), সাবেক সম্পাদক এম এ হামিদুজ্জামান বাটন টিপে সিটি টিভি ক্যামেরা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নির্বাহী পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ গাজী মো. ইউসুফ, সাজজাদ হোসাইন খান, শেখ এনামুল হক, আবুল হাশেম মজুমদার, মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ