মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণেই কাজ করে যেতে হবে - অধ্যাপক গোলাম রসুল

যশোর : দুস্থ অমুসলিম মহিলাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন জামায়াতে ইসলামী যশোর শহর শাখার সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল

যশোর সংবাদদাতা :  গতকাল বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার পৌর উত্তর থানার উদ্যোগে দুস্থ অমুসলিম মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমুসলিম মহিলাদের হাতে বস্ত তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

থানা আমীর নুরই আল মামুন এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক গোলাম রসুল বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করি। সকল মানুষই আল্লাহর সৃষ্টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কল্যামূলক কজের ক্ষেত্রে জামায়াত ধর্ম বর্ণ বিবেচনা করে না। সকল অভাবী মানুষের পাশে জামায়াত সব সময় আছে এবং থাকবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন থানা সেক্রেটারি আব্দুর রহমান, বদরুজ্জামান ও ১ নং ওয়ার্ড সভাপতি শেখ আহম্মদ আলী মুকুল প্রমুখ।

এ ছাড়াও গতকাল বিকালে সদর দক্ষিণ থানার উদ্যোগে অমুসলিম মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। থানা আমীর অধ্যাপক আশরাফ আলীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন জেলা নায়েবে আমীর জনাব বেলাল হোসাইন। সাথে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, নরেন্দ্রপুর ইউনিয়ন আমীর হাফেজ তরিকুল ইসলাম, স্থানীয় সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান ও কচুয়া ইউনিয়ন আমীর হাফেজ মাহমুদ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ