মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

দুই প্রতিষ্ঠানের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

 

 

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে। একইসাথে নন কনভার্টেবল বন্ডের মাধ্যমে বাজার থেকে বঙ্গ বিল্ডিং মেটেরিয়ালস লিমিটেডকে ৩০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। 

গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়ছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় এনআরবিসি ব্যাংক লিমিটেডকে ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি-রিডিমেবল, ফ্লটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার রেঞ্জ অব কুপন রেট ৭ শতাংশ থেকে ৯ শতাংশ এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এনআবিসি ব্যাংক ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

একইসাথে নন কনভার্টেবল বন্ডের মাধ্যমে বাজার থেকে বঙ্গ বিল্ডিং মেটেরিয়ালস লিমিটেডকে ৩০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, সভায় বঙ্গ বিল্ডিং মেটেরিয়ালস লিমিটেডকে ৩০০ কোটি টাকার সিকিউরড, নন-কনভার্টেবল অ্যান্ড ফুললি-রিডিমেবল, অ্যাসেট বেকড সুকুক এর প্রস্তাব অনুমোদন করেছে। শুধুমাত্র ব্যাংকগুলো এই সুকুকে বিনিয়োগ করতে পারবে। এই সুকুকের রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরওআই) হার ষান্মাসিক (৬ মাসে) হারে ন্যূনতম ৮ শতাংশ এবং সর্বোচ্চ ১১ শতাংশ। যাতে শুধুমাত্র ব্যাংকগুলো প্রাইভেট অফারের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে।

উল্লেখ্য, এই সুকুক ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বঙ্গ বিল্ডিং মেটেরিয়ালস লিমিটেডের আগের মেশিনারিজের  পুনঃঅর্থায়নের কাজে ১৬০ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার ১৩ টাকা এবং নতুন মেশিনারি ক্রয়ের কাজে ১৩৯ কোটি ২৪ লাখ ২১ হাজার ৯৮৭ টাকা ব্যবহার করবে। এই সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। সুকুকটির ন্যূনতম সাবসক্রিপশন ১ লাখ টাকা এবং ন্যূনতম লট ২০টি। ছয় বছর মেয়াদি এই সুকুকটির এক বছর গ্রেস পিরিয়ড থাকবে। বন্ডটির ট্রাস্টি হিসাবে ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইস্যু অ্যাডভাইজর এবং অ্যারেঞ্জার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল কাজ করছে। 

 

অনলাইন আপডেট

আর্কাইভ