মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

পঞ্চগড়ে নৌকাডুবি মৃত বেড়ে ৬৯

স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

এদিকে নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল আউলিয়া ঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৬৯ জনের লাশ উদ্ধার করা হলো। গত রোববার দুপুরে আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন ২৫ জন, দ্বিতীয় দিন ২৬ জন ও তৃতীয় দিন ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

দীপঙ্কর রায় বলেন, করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় তদন্ত কমিটির সকল সদস্য একই সময়ে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা ও মৃত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য আরও তিন দিন সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তিনি তা মঞ্জুর করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপর পাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ধর্মসভার আয়োজন করা হয়। রোববার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০-৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। মনে করা হচ্ছে, স্রোতের কারণে অনেক লাশ পানিতে ভেসে যেতে পারে।

অনলাইন আপডেট

আর্কাইভ