চট্টগ্রামে ইয়াবা পাচারের দায়ে পুলিশ সদস্যের ১৫ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আবুল বাশার নামে এক পুলিশ সদস্যকে (বরখাস্ত) ইয়াবা পাচারের ঘটনায় ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি চালায় র্যাব। সেখানে ৩১ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি চালিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন পুলিশ সদস্য আবুল বাশার।
ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আবুল বাশারের বিরুদ্ধে। ২০২১ সালের ৭ মার্চ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সরকারি কৌঁসুলি স্বরূপ পাল বলেন, মাদক মামলায় বরখাস্ত ওই পুলিশ সদস্যকে আদালত ১৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
ডেঙ্গুতে শিশুর মৃত্যু
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। মিফতাহুল জান্নাত নগরীর জামালখানের লাভলেন এলাকার আবেদিন কলোনির মো. মঈন উদ্দিনের মেয়ে। এ নিয়ে চলতি মাসে ৪ জনের মৃত্যু হয়।
পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, মঙ্গলবার রাতে এক শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। বুধবার ভোরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং
চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা যায়, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এর মধ্যে ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।