শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

ইয়ানের আঘাতে পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবা

২৮ সেপ্টেম্বর, এএফপি, বিবিসি : কিউবার পশ্চিম প্রান্তে হারিকেন ইয়ান আঘাত হানার পর দেশটি পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিউবা সরকারের পক্ষ থেকে গত মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে।  কিউবা উপকূলে গত সোমবার রাতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে তিন মাত্রার হারিকেন ইয়ান আঘাত হানে। এতে এক ব্যক্তির মৃত্যু এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, হারিকেনটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার রাত নাগাদ এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানর কথা। গতকাল কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির বৈদ্যুতিক জ্বালানি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে দেশজুড়ে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এতে ১ কোটি ১০ লাখ মানুষ অন্ধকারের মধ্যে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোর একটিকে সচল করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। কিউবার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় কাজ করা এক সাংবাদিক বলেছেন, দেশের বৈদ্যুতিক সার্কিটগুলো পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। আন্তোনিও গিতেরাস নামের থার্মো ইলেকট্রিক বিদ্যুৎকেন্দ্রটিও সচল করা যায়নি। আন্তোনিও গিতেরাস কিউবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। রাজধানী হাভানা থেকে ১০০ কিলোমিটার পূর্বের এলাকা মাতানজাসে এর অবস্থান। এটি বন্ধ থাকার মানে হলো, বর্তমানে দ্বীপরাষ্ট্রটিতে কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

অনলাইন আপডেট

আর্কাইভ