শেষ অ্যাসাইনমেন্ট করে ফিরলেন হ্যাভিয়ের!
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে। দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যরা। বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি শেষ হবে ডিসেম্বরে। এর আগে বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ নেই। বাফুফে তার সাথে চুক্তি না বাড়ালে এখানেই তার অধ্যায় শেষ হতে পারে। সেপ্টেম্বরে বাংলাদেশ দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় ও আরেকটিতে হার। কম্বোডিয়ার বিপক্ষে পাওয়া একমাত্র জয়টি বাংলাদেশের কোচ হিসেবে হ্যাভিয়েরের একমাত্র সাফল্য।দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছিলেন জামালরা। কিন্তু মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে অবশ্য সাজ্জাদ হোসেন একটি গোল করলে হারের ব্যবধান (৩-১) কমে জামালদের।