ক্রীড়াঙ্গনে পালিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন
স্পোর্টস রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন হয়েছে ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন দিনটি পালন করেছে।শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার আলোচনা সভার আয়োজন করেছিল যুব ও ক্রীড়া উপ কমিটি। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সহ বিশিষ্ট ক্রীড়াবিদ সংগঠকরা ছিলেন। এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কেক কাটা হয়।বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদিন সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কোরআন খতম দিয়েছে। দুপুরে সাফ জয়ী নারীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটার পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেছে।