শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের সম্ভাবনা নেই

স্পোর্টস ডেস্ক: নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিজেদের মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর থেকেই শুরু হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে যত জল্পনা-কল্পনা। কিন্তু সেই জল্পনা-কল্পনায় এবার পানি ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আপাতত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবার কোনও সম্ভাবনা নেই। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরো জানান, 'শুধুমাত্র আর্থিক লাভের জন্যই এ রকম একটি সিরিজ আয়োজন করতে চাচ্ছে ইসিবি। তবে আপাতত পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজের কোনো ধরনের সম্ভাবনা নেই।' তিনি আরো বলেন, ‘পিসিবির সঙ্গে ভারত-পাক সিরিজ আয়োজন বিষয়ে ইসিবির দেয়া প্রস্তাব  খুবই অদ্ভুত। তবে পাকিস্তানের বিপক্ষে আপাতত ভারত কোনও সিরিজ খেলবে কি-না, তা বিসিসিআই ঠিক করতে পারে না। 

অনলাইন আপডেট

আর্কাইভ