রোনালদোদের কাঁদিয়ে উয়েফার সেমিতে স্পেন
ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত। সহজ সমীকরণ মেলাতে স্পেনের সঙ্গে তুমুল লড়াই করলো পর্তুগাল। তবে শেষ মুহূর্তের গোলে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিদায় করে উয়েফা নেশনস লীগের সেমিফাইনালে উঠেছে লুইস এনরিকের দল। মঙ্গলবার হোমগ্রাউন্ডে নেশনস লীগের গ্রুপপর্বের শেষ ম্যাচে ১-০ গোলে হেরে যায় পর্তুগিজরা। জয়সূচক একমাত্র গোলটি করেন আলভারো মোরাতা। এই ম্যাচের আগে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লীগ এ গ্রুপ ২-এর শীর্ষে ছিল পর্তুগাল। ৫ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল স্পেন। অর্থাৎ, সেমিতে পৌঁছানোর দৌড়ে এগিয়ে ছিল স্পেন। তবে গ্রুপ পর্বের ৬ষ্ঠ ম্যাচ জিতে দৃশ্যপট পাল্টে দিয়েছে স্পেন। ৬ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেশনস লীগের সেমিফাইনালে পৌঁছেছে এনরিকের দল। ম্যাচে দুই দলই তুমুল লড়াই করে। ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে স্পেন। ৯টি শটের ৪টি লক্ষ্যে ছিল পর্তুগালের। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুই দলই বারবার গোলমুখে ব্যর্থ হচ্ছিল। ইন্টারনেট।