মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

সেটপিসকেই দায়ী করলেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

স্পোর্টস রিপোর্টার : ফিফা প্রীতি ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ দল। যা জামাল ভূঁইয়াদের জন্য লজ্জার। আর এই লজ্জা নিয়েই গতকাল বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাংবাদিকদের সাথে আলাপকালে এই হারের জন্য বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সেটপিস থেকে গোল হজমকে দায়ী করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারার অকপট স্বীকারোক্তি দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

রক্ষণের দৃঢ়তায় কমতি ছিল। মাঝমাঠের লাগাম জামাল-হেমন্তরা পারেননি মুঠোয় রাখতে। ফলে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের চাওয়ার সঙ্গে পাওয়ার হিসাবটা মেলেনি। তবে, হারের হতাশা ভুলে এগিয়ে যাওয়ার আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। স্বাগতিক নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ৩ গোল হজম করেছে। এই তিন গোলের মধ্যে দু’টি গোলই হয়েছে সেটপিসে। প্রথম ও তৃতীয় গোলটি হয়েছে সেটপিস থেকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের সেটপিস থেকে গোল হজমকেই হারের কারণ হিসেবে দায়ী করেছেন, ‘সেটপিসে আমরা ভালো ডিফেন্ডিং করতে পারিনি। প্রথমার্ধে সেটপিস থেকে গোল হজমেই ম্যাচ থেকে দূরে সরে যাই আমরা।’ তিন সপ্তাহের বেশি সময় বাংলাদেশ অনুশীলন করেছে। সেই অনুশীলনে সেটপিস নিয়ে অনেক কাজ হলেও বাস্তবে প্রয়োগ দেখা যায়নি। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। একটি গোলও আদায় করেছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ম্যাচে পুরোপুরি না ফিরতে পারায় খানিকটা আফসোস কোচের কন্ঠে, ‘আমরা গোলের সুযোগ পেয়েছিলাম কয়েকটি। সেই গোলগুলো না হওয়ায় আমরা সেভাবে ফিরতে পারিনি আর।’ বাংলাদেশ দল সেপ্টেম্বরে দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে। কম্বোডিয়ার বিপক্ষে একটি জয় ও নেপালের বিপক্ষে একটি ম্যাচ হেরেছেন জামালরা।  

অনলাইন আপডেট

আর্কাইভ