উয়েফার বিরুদ্ধে মামলা করবেন লিভারপুলের ২০০০ সমর্থক
প্রকাশিত: সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট সংস্করণ
রিয়ালের বিপক্ষে এ বছরের ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে প্যারিসে যাওয়া লিভারপুল সমর্থকদের জন্য দিনটি ছিল কষ্টের, একই সঙ্গে আতঙ্কেরও। সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল লিভারপুল। তবে মাঠের ফলের আগেই মন ভেঙে গিয়েছিল লিভারপুলের সমর্থকদের। স্তাদ দি ফ্রান্সে ঢোকার সময় নিরাপত্তাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন তারা। পুলিশের লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসের আতঙ্ক তো ছিলই, অনেকে শারীরিক নিগ্রহ আর ছিনতাইয়ের কবলেও পড়েছিলেন। ইন্টারনেট।