ঝুলনের বিদায়ী ম্যাচে ‘ম্যানকাডিং’ করে জিতলো ভারত
স্পোর্টস ডেস্ক : আগামী ১ অক্টোবর থেকে ম্যানকাডিং আউটকে সাধারণ রানআউট হিসেবেই বিবেচনা করার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার আগে আবারও আলোচনায় এলো এই ম্যানকাড আউট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ম্যানকাড করেই জিতেছে ভারতীয় নারী দল। শনিবার রাতে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ছিল ভারতীয় নারী দলের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যেখানে মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়েও ১৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। তবে শেষ উইকেটটি ম্যানকাড করে নেয়ায় আলোচনার জন্ম দিয়েছে এটি। মাত্র ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড নারী দল। মাত্র ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে যায় তারা। সেখান থেকে হাল ধরেন শার্লট ডিন। নিচের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। তবু ১১৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ইন্টারনেট।