মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

কোটি টাকার ‘সুপার কাপ’ আবারো ফিরছে       

স্পোর্টস রিপোর্টার: ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি হয়েই কাজী সালাউদ্দিন প্রথমবারের মতো কোটি টাকার সুপার কাপ আয়োজন করে হইচই ফেলে দিয়েছিলেন। ২০০৯, ২০১১ ও ২০১৩ সালে তিনবার হয়েছিল বড় বাজেটের এই টুর্নামেন্ট। যেখানে আবাহনী লিমিটেড একবার ও মোহামেডান দুইবার চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ৯ বছর পর আবারও কোটি টাকার সুপার কাপ মাঠে ফিরতে যাচ্ছে! পেশাদার লিগ কমিটির সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রতিযোগিতাটি ফেরার ইঙ্গিত দিয়েছেন। সুপার কাপ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন বলেছেন, ‘আমরা এক কোটি টাকার সুপার কাপ করার চেষ্টা করছি। 

ওটা করার সিদ্ধান্তে এসেছি। মনে হয়, ওটা হয়ে যাবে। বড় বাজেট। আমি আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি না। তবে এক জায়গা থেকে নিশ্চিতকরণ বার্তা পেয়েছি। ওটা নিশ্চিত হলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবো।’ কোটি টাকার সুপার কাপের ২০০৯ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব। এক বছর বিরতি দিয়ে পরের আসরে শিরোপা নিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। ২০১৩ সালে অনুষ্টিত সর্বশেষ আসরের শিরোপা চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। প্রথম দুই আসরের ফাইনালিস্ট ছিল আবাহনী ও মোহামেডান। তৃতীয় আসরের ফাইনাল খেলেছিল শেখ রাসেল।

অনলাইন আপডেট

আর্কাইভ