ঘরের মাঠে স্বাগতিক স্পেনকে হারাল সুইজারল্যান্ড

ঘরের মাঠে শেষ কবে হেরেছিলে স্পেন, তা হয়তো ভুলেই গিয়েছিল স্প্যানিশরা। চার বছর পর নিজেদের দুর্গে আবার হারের মুখ দেখল লা রোজারা। শনিবার রাতে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে স্পেনকে ২-১ গোলে হারিয়ে স্মরণীয় এক জয় পেল সুইজারল্যান্ড। উয়েফা নেশন্স লিগে সুইসদের এটি টানা দ্বিতীয় জয়। আর ২০১৮ সালের অক্টোবরের পর ঘরের মাঠে স্পেনের এটি প্রথম হার। নিজেদের মাঠে ২২ ম্যাচে অপরাজিত ছিল ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। সফরকারীদের এগিয়ে নেন ম্যানুয়েল আকনজি। জর্দি আলবার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে চার বছর পর ঘরের মাঠে হারের স্বাদ পেলে লুইস এনরিকের দল। এর আগে দুই দলের ১৯ বারের দেখায় সুইসদের এটি দ্বিতীয় জয়। স্প্যানিশদের বিপক্ষে ২০১০ বিশ্বকাপে প্রথমবার জিতেছিল তারা। পরে অবশ্য ওই বছর চ্যাম্পিয়ন হয় স্পেন। এই হারে ফাইনালে যাওয়ার আশায় বড় ধাক্কা খেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্পেনের। উয়েফা নেশন্স লিগের ফাইনালে খেলতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে জিততেই হবে স্পেনকে। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্পেন। আর পর্তুগাল ও স্পেনকে হারিয়ে অবনমন এড়ানোর সম্ভাবনা উজ্জ্বল করল সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। চার নম্বরে চেকদের পয়েন্ট ৪। শেষ রাউন্ডে দলটির বিপক্ষে হার এড়ালেই প্রথম স্তরে টিকে যাবে সুইসরা। ইন্টারনেট।