চীনে ৫০ বছরের কয়লা ও ১৮ বছরের তেল মজুদ
২৪ সেপ্টেম্বর, আরটি : চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় বলেছে বর্তমান কয়লা ও তেল মজুদ দিয়ে দেশটির জালানি চাহিদা পরবর্তী পাঁচ দশক ধরে চলবে। জীবাশ্ম জ্বালানির মজুদ চীনের সর্বোচ্চ কার্বন নিঃসরণ অর্জনের জন্য ২০৩০ সময়সীমার বাইরেও চাহিদা পূরণ করতে পারবে। কয়লার মজুদ ২০৬০ সালের মধ্যে চীনে তার কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অতিক্রম করার জন্য যথেষ্ট। যদিও চীনের কয়লার ব্যবহার বেশিরভাগই অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা পূরণ করা হয়। প্রতি বছর চার বিলিয়ন টন কয়লা, অপরিশোধিত তেলের ক্রয় দেশটির উৎপাদনকে অনেক বেশি গতি এনে দিয়েছে। চীন বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ। চীনে ২০২১ সালে কয়লার মজুদ প্রায় ২০৮ বিলিয়ন টন ছিল, যা আগের বছরের স্তর থেকে ২৮% বেশি, যেখানে অনুসন্ধানের ব্যয় ১০% বেড়ে ১.৩ বিলিয়ন ইউয়ান (১৮৪ মিলিয়ন ডলার) হয়েছে। ইতিমধ্যে, তেলের মজুদ ২.৮% বেড়ে ৩.৭ বিলিয়ন টন হয়েছে, যা পরবর্তী দুই দশকের বেশিরভাগ সময় ধরে চীনের জালানি চাহিদা মেটাতে পারবে।