শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

কৌতুক অভিনেতা রনিকে কেবিনে নেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার: গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

তিনি বলেন, দগ্ধ দুই জনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে। তারা কথা বলছেন। গলার স্বরও ঠিক হয়ে আসছে। 

স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন। ড. সামন্ত লাল সেন বলেন, তাদের দুজনের শরীরেই শনিবার ড্রেসিং করা হয়েছে। দুপুর ২টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনে তাদের একটু আলাদা করে রাখা হয়েছে। তবে তাদের আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। 

চিকিৎসকরা জানান, পরিবারের সদস্য ছাড়া কোনও ভিজিটর বা গণমাধ্যমের কাউকেই তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় এখনও আসেননি তারা। তাদের কেবিনের বাইরে আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণ হয়ে পাঁচ জন দগ্ধ হয়। এ সময় দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি, গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশাররফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান এবং গাছা থানার আরেক কনস্টেবল মো. ইমরান হোসেন। ঘটনার পরপরই দগ্ধদের চিকিৎসার জন্য স্থানীয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ