মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

যশোরে সন্ত্রাসীদের এক রিকশাচালক খুন

যশোর সংবাদদাতা: যশোরের চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে সন্ত্রাসীরা আলম মন্ডল (৩৫) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করেছে। গত (শুক্রবার)  দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতের ছেলে ইমরান হোসেন জানিয়েছেন, দুপুর ১ টার দিকে একই এলাকার সন্ত্রাসীরা  আলম মন্ডলকে  ডেকে নিয়ে যায়। এরপর কাজীর বাগানে নিয়ে ১৫/১৬ জন সন্ত্রাসী তাকে বেদম প্রহার করে। গুপ্তি দিয়ে তার পায়ের নলায় একাধিক আঘাত করে ছিদ্র করে দেয় এবং হাতুড়ী দিয়ে পিটিয়ে পা ভেঙে চূর্ণ হয়ে যায়। ইমরান হোসেন জানিয়েছেন, লোকমুখে সংবাদ পেয়ে তিনি তার পিতাকে খুঁজতে খুঁজতে কাজীর বাগানে যান। তখন তিনি দেখতে পান তার পিতা ওই বাগানে হাত-পা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তখন তাকে (আলম মন্ডলকে) উদ্ধার করার পর বিকেল সাড়ে ৩ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শুভাসিস রায় আলম মন্ডলকে মৃত ঘোষণা করে বলেন, মারপিট করায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার দু’ পা ভেঙে গেছে। খুনের শিকার আলম মন্ডল  ছাতিয়ানতলা গ্রামের সামছুদ্দিনের পুত্র।

যশোর কোতয়ালী মডেল থানার এস আই মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, আমরা সংবাদ পেয়েছি যে চুড়ামনকাঠিতে একজনকে আটকে মারধোর করছে। এ সংবাদের ভিত্তিতে  সেখানে রওনা হই। এরমধ্যে লোকজন তাকে উদ্ধার করারপর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে এসে দেখি  লোকটি মারা গেছে। লাশ মর্গে রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ওই পুলিশ অফিসার জানিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ