শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

বিজয়ীরা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পুরস্কারের অর্থ পাচ্ছেন

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিজয়ীদের পুরস্কারের অর্থ প্রদান করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিজয়ীরা তাদের পুরস্কারের অর্থ পাচ্ছেন বিকাশে। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতায় দেশজুড়ে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।দেশের ১৩টি ভেন্যুতে এই প্রতিযোগিতার খেলাগুলো  অনুষ্ঠিত হচ্ছে । আগামী ৯ সেপ্টেম্বর শুরু হওয়া মাসব্যাপী এই আয়োজনের ডিজিটাল পেমেন্ট পার্টনার বিকাশ। ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী-পুরুষ উভয় বিভাগে চলছে এবারের আয়োজন। 

অনলাইন আপডেট

আর্কাইভ