শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

খোকনের জোড়া গোলে সাইফ এসসি যুব দলের জয়

স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব যুব দল। শনিবার  কমলাপুর শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কিংস্টার স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে সাইফ এসসি। এই জয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকল সাইফুর রহমান মনির শিষ্যদের। কিংস্টারের জালে সাইফের হয়ে জোড়া গোল করেন খোকন। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোল নিজ দলকে উপহার দেন এই স্ট্রাইকার। একটি কর্নার থেকে পাওয়া বলে; অপর গোলটি একক নৈপুণ্যে করেন খোকন। ম্যাচের শুরু থেকেই কিংস্টারের বিপক্ষে আক্রমণাৎক ফুটবল খেলে সাইফ এসসি যুব দলের ফুটবলাররা। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও সেগুলো গোলে রূপ দিতে পারেনি দলটি। কিংস্টারও সমানতালে লড়াই করে। তবে দ্বিতীয়ার্ধে সাইফের কৌশলের কাছে পেরে ওঠেনি। রক্ষণ ঠিক রেখে মুহর্মূহ আক্রমণ শানায় সাইফ এসসির খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে কিংস্টারও গোলের সহজ সুযোগ হাতছাড়া করে। ম্যাচ শেষে সাইফ এসসির কোচ সাইফুর রহমান মনি বলেন, ‘খোকন আজ দুর্দান্ত খেলেছে। সত্যি বলতে আমার পুরো দলই পরিকল্পনামাফিক ফুটবল উপহার দিয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আমরা আগেই সুপার লিগ নিশ্চিত করেছি। আমাদের এখন সুপার লিগে চোখ। জয়ের এ ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আমরা লিগ শেষ করতে চাই। 

অনলাইন আপডেট

আর্কাইভ