নেপালে জামাল ভূঁইয়াদের অনুশীলন শুরু
স্পোর্টস রিপোর্টারঃ ফিফা প্রীতি ম্যাচ খেলতে জামাল ভূঁইয়ারা বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছে। রঙ্গশালা দশরত স্টেডিয়ামে আগামী ২৭ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে খেলবে স্প্যানিশ কোচ ক্যাবরেরার শিষ্যরা। সেপ্টেম্বর সেশনে এটি জামালদের দ্বিতীয় প্রীতি ম্যাচ।
দশরত স্টেডিয়ামে বাংলাদেশের জন্য হয়ে উঠেছে লাকি গ্রাউন্ড।সাফের দুটি ট্রফি এই স্টেডিয়াম থেকেই জিতেছে বাংলাদেশ। প্রথমটি ১৯৯৯ সালে জুয়েল রানার নেতৃত্বে পুরুষ দল। আর ২৩ বছর পর সদ্য সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দলের স্বপ্ন সত্যি হয়েছে এখানে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকেই যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রথমবারের মতো জিতেছে বাংলাদেশ! সেই শিরোপা জেতার পর সাবিনারা বাংলাদেশে ফিরে এসেছেন, ছাদখোলা বাসে হয়ে গেছে তাদের বরণ করাও। সাবিনাদের দেশে ফেরার চার দিন পর আবারও সেই কাঠমান্ডুতে বাংলাদেশ দল। নারী দলের উদ্দেশ্য টুর্নামেন্ট হলেও জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ পুরুষ দল অবশ্য খেলবে মোটে একটি প্রীতি ম্যাচ। শুক্রবার রাতে কাঠমান্ডু পৌঁছান জামালরা।গতকাল বিকেলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দল নেপালে অনুশীলনে করেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ায় ম্যাচ খেলার পরের দিন সকালেই কাঠমান্ডুর উদ্দেশে রওনা হন জামালরা। কম্বোডিয়ার নমপেন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর। মালয়েশিয়ায় সাড়ে তিন ঘণ্টা ট্রানজিটের পর আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল।