শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন আজ

স্পোর্টস রিপোর্টার: আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সদস্যদের জন্য আয়োজন স্পোর্টস কার্নিভাল। এবারও এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ওয়ালটন গ্রুপ। বেলা সাড়ে ১১টায় পল্টনস্থ শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়ামে টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এই আসর। প্রধান অতিথি হিসেবে স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এবারের স্পোর্টস কানির্ভালে ১০টি ডিসিপ্লিনে মোট ১৪টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস, একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। এছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নিবেন। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব ফয়সাল তিতুমীর।

অনলাইন আপডেট

আর্কাইভ