শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসতবাড়ি  থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

 চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় বসতবাড়ির তালাবদ্ধ ঘর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় ফায়ার সর্ভিসের কর্মীরা তাদের ঘরের তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার করা লাশ দুটি হলো ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ধলিয়া গ্রামের ও আলামডাঙ্গা শিলা সিনেমা হলের মালিক চাতাল ব্যবসায়ী নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনের (৬০)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, হাত ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ গোসলখানা থেকে ও বৃদ্ধার লাশ ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধকে শ্বাসরোধ এবং বৃদ্ধাকে কাইচি দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। দুজনকে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। তবে প্রকৃত ঘটনা তদন্তের জন্য পিবিআই ও সিআইডিকে দায়িত্ব দেয়া হচ্ছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ