জামায়াত আর্তমানবতার সেবায় কাজ করছে --অধ্যাপক গোলাম রসুল
যশোর সংবাদদাতা: গত শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার সদর উত্তর থানার উদ্যোগে গৃহহীন পরিবারকে নির্মাণকৃত ঘর হস্তান্তর করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। হস্তান্তর করার পূর্বে থানা আমীর অধ্যাপক আব্দুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াত আজ আর্তমানবতার সেবায় নিয়োজিত। আমাদের দায়িত্ব সমাজের অসহায় সব মানুষের পাশে দাড়ানো। জামায়াত তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। জামায়াত গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে, অসুস্থ মানুষকে সেবার ব্যবস্থা করছে, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করছে। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যে রাষ্ট্রে থাকবে না অনাচার, অবিচার, দরিদ্র্যতা, ক্ষুধা ও মাদকতা। থাকবে সুবিচার, ইনসাফ, ন্যায়পরায়ণতা ও সচ্ছলতা। আসুন আমরা সেই সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই মিলে চেষ্টা করি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য ইসাক আলী, সামিউল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।