শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

ফালাহ-ই-আম ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান 

ফালাহ-ই-আম ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, ফালাহ-ই-আম ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল লতিফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারের কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল (অবঃ) অধ্যাপক জেহাদ। বিশেষ অতিথি ছিলেন ফালাহ-ই আম ট্রাস্টের সেক্রেটারি ড. হাবিবুর রহমান, দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার আবুল হোসেন চৌধুরী, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে ইবনে রুশদ ও আল বিরুনীর মতো জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বেশি সময় দিতে হবে এবং আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।  উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, আল ফালাহ প্রিন্টিং প্রেসের ম্যানেজার খন্দকার রুহুল আমীন।  উল্লেখ্য, ফালাহ-ই-আম ট্রাস্ট উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন জেলা থেকে অগত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ