ধুনটে দুই গাঁজাচাষি গ্রেফতার
ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে ১টি গাঁজার গাছসহ দুই গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে হাঁসখালী চৌধুরী কলা বিলের পাশ থেকে ১টি গাঁজার গাছসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলো কালের পাড়া ইউনিয়নের পূর্ব কান্তনগর গ্রামের আলতাব আলীর ছেলে নজরুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মৃত আকবর প্রামানিকের ছেলে মোজাহার আলী (৪০)।
থানা সূত্রে জানা যায়, গাঁজা চাষী নজরুল ইসলাম ও মোজাহার আলী লোকচক্ষুর আঁড়ালে হাঁসখালী চৌধুরী কলা বিলের পাড়ে ১ টি গাঁজার গাছ রোপন করে। ধুনট থানার এস আই মোস্তাফিজ, এস আই মতিন, এ এস আই সোহেল ও এ এস আই ফজলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলাম ও মোজাহার আলীকে হাঁসখালী চৌধুরী কলা বিলের পাড় থেকে গ্রেফতার করে। এসময় ৩ ফুট উচ্চতার ৫শ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।