মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

কাঁঠালিয়ায় জেল খেটে এসে বড় ভাইকে খুন!  

স্টাফ রিপোর্টার: ঝালকাঠিতে ব্যাংক কর্মকর্তাকে খুনের মামলায় অভিযুক্ত হয়ে যাবজ্জীবন জেল খেটে বের হয়ে জমি সংক্রান্ত বিরোধে আপন বড় ভাইকে হত্যা করে পালিয়েছে ছোট ভাই। জেলার কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে বড় ভাইকে। শুক্রবার রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফিরোজ আলম (৪৭) রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন গ্রামীণ ব্যাংক কাঁঠালিয়া উপজেলা শাখার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীন সাজা ভোগ করে গত এক বছর আগে বাড়িতে আসে। সাজা খেটে আসার পরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড় ভাইয়ের স্ত্রী রানী বেগম।

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ