মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

করোনায় আরও ৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় একজন মারা যান। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ৬২০ জনের।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬১। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৩৮। কিছুদিন ধরে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে। সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ মিয়ানমারেও করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দুজন সিলেট বিভাগের বাসিন্দা। বাকি দুজন ঢাকা ও রাজশাহী বিভাগের। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

অনলাইন আপডেট

আর্কাইভ