মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

মানুষের কল্যাণে বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে -ডা: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুনিয়ার মানুষের বিপদ-মুসিবতে পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরকালে জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচানোর জন্য সৎকাজের আদেশ দিতে হবে ও অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। তাহলেই মানবতার কল্যাণ সাধিত হবে। আমরা সর্বোত্তম উম্মার মর্যাদা লাভে সক্ষম হব। তিনি জামায়াতের সকল জনশক্তিকে এ দায়িত্ব পালনের আহ্বান জানান।

গতকাল শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের উদ্যোগে অনলাইন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আব্দুত তাওয়াব। আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, মাদারীপুর জেলা আমীর জনাম মাওলানা আব্দুস সোবহান খান, গোপালগঞ্জ জেলা আমীর এডভোকেট আজমল হোসাইন ও শরীয়তপুর জেলা আমীর মাওলানা খলিলুর রহমান।

 ডাঃ শফিকুর রহমান আরোও বলেন, পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিউজিমসহ সকল মানব রচিত মতবাদ আজ পৃথিবীতে সুখশান্তি দিতে ব্যর্থ হয়েছে। পৃথিবীর সুখ-শান্তি, নিরাপত্তার একমাত্র গ্যারান্টি ইসলাম। ইসলামী আন্দোলনের পথে যত বিপদ মুসিবত আসুক সর্বোবস্থায় দ্বীন বিজয়ের সংগ্রামে অবিচল ও অটল থাকতে হবে। যুগে যুগে নবী রাসূলসহ ইসলামী নেত্ববৃন্দের উপর জুলুম নির্যাতন এসেছে। এ পথে তারা ধৈর্য্যও সাহসিকতার সাথে কাজ করেছেন। মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি নবীদের সুন্নত। নবীদের অবর্তমানে মুসলিম উম্মাহর উপর এ দায়িত্ব অর্পিত হয়েছে। 

আজকের জাহেলি সমাজকে পরিবর্তন করতে প্রতিটি মানুষের কাছে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিতে হবে। এ জন্য ঘরে ঘরে যেতে হবে। আমীরে জামায়াত আরও বলেন, দ্বীনের পথে, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করতে হবে। তাই আমাদেরকে যার যার এলাকায় সাংগঠনিক কাজ সম্প্রসারণ ও মজবুতি অর্জনে জান- মাল বাজি রেখে প্রতিযোগিতার মন নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন সৎ ও দক্ষ নেতৃত্বই বর্তমান সমাজে পরিবর্তন আনতে পারে। তাই নেতৃবৃন্দের শাহাদাৎ এর তামান্নাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে নিজেদেরকে উজ্জীবিত করে আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করে যেতে হবে। প্রেসবিজ্ঞপ্তি 

 

অনলাইন আপডেট

আর্কাইভ