মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

কুমিল্লায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে কিশোরকে হত্যা

 কুমিল্লা অফিস : কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। সিয়াম তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিন ওরফে বাক্কার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হচ্ছিল। এ সময় তাদের সামনে কয়েকজন এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পরে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। সঙ্গে সঙ্গে সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার জানান, সিয়ামের কোমরে দুটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ১টা ২০ মিনিটে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ