শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

কবিতা

নি বে দি ত  ক বি তা

 

কবি সায়ীদ আবুবকর

মুজিব স্বদেশি

 

একটি কবিতা লিখব বলে হাজার রাত

তপস্যা করেছি!

একটি কবিতা লিখব বলে সহস্র বার

কলম ধরেছি!

 

কবিতা হয়নি!

নিদ্রাও না।

 

একজন বিশুদ্ধ কবিকে শুধু

শ্রদ্ধা আর ভালোবাসা। 

 

মাত্রাহীন, ছন্দহীন কিছুসংখ্যক পঙক্তি

আর কিছু মিত্রাক্ষর।

 

তোমাকেই নিবেদিত...

আধুনিক কবি সায়ীদ আবুবকর...

 

আসাম, ভারত

 

কলকাতা থেকে

মোহাম্মদ সাদউদ্দিন

 

বহুদিন থেকে চোখের বাইরে,

চোখের আড়ালেও।

এইভাবে কতদিন থেকে আপনাকে মিস করি।

 

বিধ্বংসী মহামারি কেড়ে নিয়েছে

অনেক অমূল্য জীবন

ওদের বিরুদ্ধে আমরা লড়েছি অনেক

বেঁচে থাকাদের মধ্যে আমি বা আপনি বা আর কেউ

জীবনের সংগ্রাম অথবা কর্মকা- অতিক্রম করে 

একদিন দেখা পাবোই 

হে আমার প্রিয়জন।

 

ক্লেরিহিউ

হারুন-অর রশিদ সরকার

 

কবি সায়ীদ আবুবকর-

যার কাব্যে মুগ্ধ হয়ে আমরা করি ‘ফখর’

বুকে তার মহাকাব্য করে থই থই

সায়ীদসৃষ্টিতে সবে বুঁদ হয়ে রই।  

অনলাইন আপডেট

আর্কাইভ