মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ টি ককটেল ও ধারালো অস্ত্রসহ ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৭ টি ককটেল ও ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার গভীররাতে আড়াইহাজার উপজেলার সরাবদী এলাকায় ডাকাত চক্রের সর্দার কাশেমসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৭টি ককটেল, ৩ টি ছোড়া, ১টি কাটার, ২টি কোরাবারি, ৫টি টেটা, ১৩টি টর্চ লাইট, ১টি রূপার চেইন, ৯টি মোবাইল ফোন ও নগদ চব্বিশ হাজার নয়শ’ টাকা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগরীতে র‌্যাব-১১ ’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর রাতে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা ৫ জন টিপিয়ে আহত করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এসব ঘটনায় এলাকার জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার সরাবদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার আবুল কাশেম (৩৩), মোঃ বাবু (২৬), ওমর ফারুক লিটন (২৪), সবুজ (২৮), দেলোয়ার হোসেন (২৮), রুমন ভূইয়া (২৫), আশরাফুল (১৯), জুয়েল রানা (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার আবুল কাশেম (৩৩) এর বিরুদ্ধে ১০টি মামলাসহ প্রত্যেকের বিরৃদ্ধে এশাধিক মামলা রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ