ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : ডাকাতি করার পূর্ব প্রস্তুতি নেয়ার সময় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ও মাধবদী থানা পুলিশ যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা এলাকা মেহের পাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে একটি কালভার্টের উপর হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি এবং ১টি চাপাতি, ১টি রামদা, ১টি কাটার, লোহার পাইপ সহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। আটকৃত প্রত্যেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন মাধবদী থানার সাগরদী গ্রামের মতি মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম, ডৌকাদি গ্রামের জমির আলীর ছেলে ইউনুস, নরসিংদী থানার বানিয়াছল এলাকার আবু তাহেরের ছেলে রুবেল, মাধবদী থানার বালাপুরের জাবেদ আলীর ছেলে আইয়ুব, বিরামপুরের আব্দুল হালিমের ছেলে শাহিন, সাগরদী গ্রামের বাসেতের ছেলে শফিকুল ইসলাম বাদল, আড়াইহাজার থানার শালমদী গ্রামের জালালের ছেলে মোঃ শাহিন ও যশোর কোতোয়ালী থানার আব্দুল সাত্তারের ছেলে জাহাঙ্গীর।